কলকাতা, ১৯ জানুয়ারিঃ ঐক্যবদ্ধ ভারত গঠনের লক্ষ্যে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। বিজেপি-কে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তামাম বিরোধী দলের নেতা-নেত্রী ব্রিগেডে উপস্থিত হবেন। এই সভায় থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, ডিএমকে সভাপতি স্ট্যালিন, অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা গেগং আপাং, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিজেপি-র বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা, কংগ্রেসের অভিষেক মনু সিংভি ও মল্লিকার্জুন খাড়গে সহ আরও অনেকে। ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পটনায়েক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। আসছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও।
ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা। লালবাজার সূত্রে খবর, এদিন ১০ হাজার অতিরিক্ত পুলিশ নেমেছে শহরে। বিভিন্ন জায়গায় করা হয়েছে ২০০টি পুলিশ পিকেট। দশটি কুইক রেসপন্স টিম কাজ করছে ব্রিগেডের মাঠ এবং সংলগ্ন এলাকায়। ১৫টি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ছড়িয়ে রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। ব্রিগেডে ড্রোন ক্যামেরায় চালানো হচ্ছে নজরদারি। রয়েছে সাদা পোশাকের গোয়েন্দারা। শহরের ১৫টি জায়গায় রাখা খাকছে অ্যাম্বুলেন্স। সভাস্থানে স্ট্র্যাচার সহ সক্রিয় থাকবে সিভিক পুলিশরা। ২০০টি জলের গাড়ি রাখা রয়েছে সভাস্থানের আশপাশে। টয়লেট এবং মাঠ পরিষ্কার রাখার জন্য থাকবে ৮০টি গার্বেজ বিন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RORoiT
January 19, 2019 at 11:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন