ওদলাবাড়ি, ৬ জানুয়ারিঃ পরপর দুদিন দুই হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন দপ্তরের কালিম্পং বন উন্নয়ন নিগম এলাকায়। শনিবার বিকেলে নিগমের নেওড়া রেঞ্জের সাকাম বন বস্তি এলাকায় একটি পূর্ণ বয়স্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হওয়ার পর রবিবার সকালে ফের নিগমেরই চেল রেঞ্জের চুড়ন্তি জঙ্গলের তিন নম্বর কম্পার্টমেন্টে আরেকটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার হয়। কালিম্পং বন উন্নয়ন নিগমের ডিভিশনাল ম্যানেজার অ্যাঞ্জেলা ভুটিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুটি ক্ষেত্রেই হাতি দুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। সম্ভবত দু-তিনদিন আগেই হাতি দুটির মৃত্যু হয়েছে। রুটিন টহলদারির সময় বনকর্মীদের বিষয়টি নজরে আসতেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ সকালে চুড়ন্তির জঙ্গলে উদ্ধার হওয়া পুরুষ হাতিটির শরীরে পচন ধরতে শুরু করেছে। যদিও হাতির দাঁত দুটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানান ডিভিশনাল ম্যানেজার। ময়নাতদন্তের পরই হাতিদুটির মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
সংবাদদাতাঃ অনুপ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CR5ibZ
January 06, 2019 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন