কলকাতা, ০৩ জানুয়ারি- ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে আসা ভারতে অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন বলে তীব্র মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের সভায় তিনি এ হুমকি দেন। সূত্র: দ্য টেলিগ্রাফ সেই সভায় দিলীপ ঘোষ অভিযোগ করেন, ওপার বাংলা থেকে মুসলিম সন্ত্রাসীরা এসে এখানে উৎপাত করছে। সে সব সন্ত্রাসীদের আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দেব। তিনি বলেন, সময় এসেছে তাদের ভারত ছেড়ে চলে যাওয়ার। নিজেদের তল্পিতল্পা গোছাতে শুরু করো। তবে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন বলে জানান এই বিজেপি নেতা। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা মানুষেরা মমতার ভোট ব্যাংক। তাই এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ নেই। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কারণে পশ্চিমবঙ্গের নাগারিকরা চাকরি পাচ্ছেনা। এরপর ভারতীয় কৃষকদের জন্য দেওয়া মমতা বন্দোপাধ্যায়ের বড় ধরণের ঘোষণার কটাক্ষ করেন এই নেতা। সম্প্রতি এক ঘোষণায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, চাষের জন্য পাঁচ হাজার টাকা ও কৃষক মৃত্যুতে দুই লাখ টাকা দেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ নিয়ে বরাবরই বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন এই বিজেপি নেতা। এর আগে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্য থেকে শরণার্থীদের বিতাড়ন করতে নাগরিকপঞ্জি আনবে বলে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের মাটিতে এক কোটির বেশি অবৈধ নাগরিক রয়েছে। যাদের বেশিরভাগই এসেছে বাংলাদেশ থেকে। ওই সব অবৈধ নাগরিকের কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতির হাল খারাপ হচ্ছে। এমএ/ ০৪:০০/ ০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2F1xnj7
January 03, 2019 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top