ঢাকা, ০৬ জানুয়ারি- বিপিএল কি দৃষ্টিকটুই হওয়া লাগবে? ভুলে ভরা বিপিএল। ভুল হওয়াটা যেন অস্বাভাবিক কিছু না। এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের কি আদৌ কোনও মাথাব্যাথা আছে? যদি থাকতো তাহলে প্রথম দিনে হওয়া ভুলগুলো পুনরায় দেখা যেতো না দ্বিতীয় দিনে। ডি আর এস (ডিসিশন রিভিউ সিস্টেম) রাখা হয়েছে কিন্তু আল্ট্রা-এজ বা স্নিকো মিটার নেই। তাহলে এ কেমন ডি আর এস? একের পর এক বিতর্কিত আউট হাস্যকর পরিস্থিতিতে পরিণত করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে। আম্পায়ার নিয়ে বিতর্ক ঢাকা প্রিমিয়ার লিগে অনিয়মই নিয়ম করে মানা হয়েছে সেটা সবারই জানা। কিন্তু বিপিএলের মতো আসরে এমন হওয়াটা দেশের ক্রিকেটের জন্য নেতিবাচক পরস্থিতি তৈরি করছে ঠিকই। আজ রোববার দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় আর ডেভিড ওয়ার্নারের ভুল বোঝাবুঝি পরিণত হয় রান আউটে। দুজনই চলে আসেন একই প্রান্তে। তৌহিদ হৃদয় তখনও ব্যাট ছোয়াননি দাগের ভেতরে, তার আগেই ওয়ার্নার ব্যাট রাখেন দাগের ভেতর। কিন্তু টিভি আম্প্যায়ারের সিদ্ধান্ত যায় ওয়ার্নারের বিপক্ষে। যেখানে স্পষ্টই ছিল তৌহিদের আউট। আছে আরও ভুল। সম্প্রচারের দায়িত্বে থাকা রিয়েল ইম্পেক্ট টিভি স্ক্রিনে ভুল তথ্য অনেক। খেলোয়াড়দের উল্টাপাল্টা বয়স, সমীকরণে ভুল, ওভার কিংবা বলের ক্ষেত্রেও ভুল তথ্য। ঘটা করে এলইডি স্টাম্পের কথা বলা হলেও দেখা নেই এলইডি স্টাম্পের। এমএ/ ১১:২২/ ০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CeOSsr
January 07, 2019 at 05:35AM
06 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top