ঢাকা, ১২ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ষষ্ঠ দিনের প্রথম খেলায় রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস। এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার (১২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায়। সরাসরি সম্প্রচার করহে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস। লো স্কোরিং সেই ম্যাচে ৩ উইকেটে জিতে নেয় তারা। তবে পরের ম্যাচেই হোঁচট খায় মুশফিকের দল। ওই ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৫ রানে হেরে যায় চিটাগং। অন্যদিকে রংপুরের বিপক্ষে ৮ রানে হেরে এবারের বিপিএলে পথচলা শুরু করা মাহমুদউল্লাহর দল নিজেদের পরের দুটি ম্যাচেও জয় পায়নি। দুটি ম্যাচেই তারা হেরেছে বড় ব্যবধানে। বর্তমানে টেবিলের একেবারে তলানিতে রয়েছে খুলনা। অন্যদিকে মুশফিকের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে। দিনের আরেক ম্যাচে একই স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স। খুলনা টাইটানস একাদশ: পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান। চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সিকান্দার রাজা, রবি ফ্রালিনক, খালেদ আহমেদ, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও আবু জয়েদ রাহি। এইচ/১৪:০৬/১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SVvms5
January 12, 2019 at 08:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন