সিলেট, ১৭ জানুয়ারি- স্টিভেন স্মিথের পর বাকি অস্ট্রেলিয়ান হিসেবে ডেভিড ওয়ার্নারও ফিরে যাচ্ছেন নিজ দেশে। ওয়ার্নারও পড়েছেন ইনজুরিতে। কনুইয়ের ইনজুরির কারণে চলতি বিপিএলে সম্ভবত আর তার খেলা হচ্ছে না। যদিও জানানো হয়েছে, ওয়ার্নার হয়তো ফিরে আসবেন। কিন্তু সে সম্ভাবনা কম। সিলেট সিক্সার্সকে বিপিএলের মাঝ পথে রেখেই ফিরতে হচ্ছেন দলটির অধিনায়ককে। ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও সিলেট সিক্সার্সে যোগ দিচ্ছেন মারদাঙ্গা দুই ক্রিকেটার। একজন দক্ষিণ আফ্রিকান এবং অন্যজন ইংলিশ। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেল ইতিমধ্যেই সিলেট সিক্সার্সের সঙ্গে যোগ দিয়েছেন। সিলেটের অফিসিয়াল ফেসবুক পেজেই দেয়া হয়েছে এই তথ্য। তবে, ইংলিশ তারকা জেসন রয়ের সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা সিলেট দেয়নি। তারা না দিলেও রয়ের ইংলিশ কাউন্টি ক্লাব সারে তাদের ওয়েবসাইট এবং টুইটার পেজে জানিয়ে দিয়েছে, জেসন রয় যাচ্ছেন সিলেট সিক্সার্সের হয়ে বাংলাদেশের বিপিএল খেলতে। সিলেট সিক্সার্সকে এখনও পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে এসেছেন ওয়ার্নার। সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। বিশেষ করে শেষ মুহূর্তে গেইলের বলে ডান হাতে ব্যাটিং করে সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কিন্তু কনুইয়ের চোটের কারণে ফিরতে হচ্ছে তাকে। ওয়ার্নারের ফিরে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পরই আলোচনার বিষয়, সিলেটে ওয়ার্নারের স্থলাভিষিক্ত হচ্ছেন কে? অন্যদিকে সারের টুইট এবং তাদের ওয়েবসাইটে দেয়া তথ্যের ভিত্তিতেই বলে দেয়া যাচ্ছে, সিলেটে ওয়ার্নারের স্থলাভিষিক্ত হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়। সঙ্গে অলরাউন্ডার ওয়েন পার্নেল তো যুক্ত হচ্ছেনই। সূত্র: জাগোনিউজ আর/১১:১৪/১৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MeFYzH
January 18, 2019 at 05:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন