রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান, উপস্থিত থাকছেন রাজ্যপাল

রায়গঞ্জ, ১০ জানুয়ারিঃ আগামি ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরিনাথ ত্রিপাঠি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার।

প্রসঙ্গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। সেই কারণে ৩ ফেব্রুয়ারিকেই সমাবর্তনের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। দুর্লভবাবু বলেন, সেইদিন স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট ৯৪ জন র‍্যাংক হোল্ডারকে স্বর্নপদকে সম্মানিত করা হবে। জানা গিয়েছে, সমাবর্তনে  উপস্থিত থাকতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

সংবাদদাতাঃ রাহুল দেব



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2M9IO9b

January 10, 2019 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top