ভুল ব্যক্তিকে আটক করল পুলিশ, প্রতিবাদে ইটাহারে বিক্ষোভ-অবরোধ

রায়গঞ্জ, ২৩ জানুয়ারিঃ ভুল করে এক গ্রামবাসীকে থানায় নিয়ে যায় পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঝাড়খণ্ড দেশম পার্টি (জেডিপি)-র কর্মী-সমর্থকরা। সকাল থেকে টায়ার জ্বালিয়ে, তির-ধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট হয়।

জেডিপি কর্মীদের অভিযোগ, বিনা অপরাধে ভবন টুডু নামে এক গ্রামবাসীকে আটক করে পুলিশ। অথচ তার নামে পুলিশের কাছে কোনও গ্রেফতারি পরোয়ানাই ছিল না। জেডিপি-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুর্গা মুর্মু বলেন, ‘মক্কা মুর্মু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, অথচ পুলিশ ভবন টুডুকে বিনা অপরাধে মঙ্গলবার রাতে থানায় নিয়ে গিয়েছে। এর প্রতিবাদে আমরা এদিন সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছি। যতক্ষণ ভবনকে ছাড়া না হচ্ছে ততক্ষণ আমাদের অবরোধ আন্দোলন চলবে।’ অবশেষে পুলিশ ভবন টুডুকে ছেড়ে দিলে অবরোধ তুলে নেন জেডিপি কর্মীরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CE7IZX

January 23, 2019 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top