জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ করলা নদীতে ভেসে উঠল প্রচুর মরা চিংড়ি। শনিবার সকালে জলপাইগুড়ির মাসকলাইবাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীতে প্রচুর মরা চিংড়ি ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই মত্স্য দপ্তরে খবর দেওয়া হয়। জেলা মত্স্য দপ্তরের অধিকর্তা শঙ্খ চক্রবর্তী জানিয়েছেন, করলা নদীতে প্রচুর মরা চিংড়ি ভেসে ওঠার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বিষক্রিয়ার পাশাপাশি জলের তাপমাত্রা পরিবর্তনের জেরেও এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শঙ্খবাবু।
উল্লেখ্য, ২০১১ সালে নভেম্বর মাসে করলা নদীতে ভেসে উঠেছিল প্রচুর মরা মাছ। কীটনাশকের বিষক্রিয়ার জেরেই করলাতে মাছের মড়ক দেখা দিয়েছিল বলে তদন্তে জানা যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FAuBl8
January 19, 2019 at 01:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন