স্কুলে উপস্থিতি জানাতে পড়ুয়াদের বলতে হবে ‘জয় হিন্দ’ বা ‘জয় ভারত’

গান্ধিনগর, ১ জানুয়ারিঃ ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাডাম’ নয়। এবার থেকে স্কুলে রোল কলের সময় বলতে হবে ‘জয় ভারত’ বা ‘জয় হিন্দ’। জানা গিয়েছে, গুজরাটের স্কুলের পড়ুয়াদের জন্য এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। একটি পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিং চুড়াসামা বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম তখন জয় হিন্দ বা জয় ভারত বলে হাজিরা দেওয়া বাধ্যতামূলক ছিল। ফের এই অভ্যাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ এই নিয়ম যাতে যথাযথভাবে পালন করা হয় তা সুনিশ্চিত করতে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AqqLqu

January 01, 2019 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top