মুম্বাই, ২৮ জানুয়ারি- ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেলেন জনপ্রিয় তিন তারকা- প্রয়াত কাদের খান, মনোজ বাজপেই ও প্রভুদেবা। ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার মোট ১১৩ জনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। অভিনয় ও চলচ্চিত্রে অবদানের জন্য কাদের খানকে দেওয়া হবে মরণোত্তর পদ্মশ্রী। একই শাখায় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেই। আর শিল্পকলা ও নৃত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রভুদেবাকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। চলচ্চিত্রের সংগীতে অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কৃতদের মধ্যে আছেন সংগীতশিল্পী শঙ্কর মহাদেবা। এছাড়া সংগীতে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ড্রামার শিবামণি। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য এবার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পাচ্ছেন মালয়ালাম সুপারস্টার মোহনলাল। একই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে শাস্ত্রীয় সেতারশিল্পী পণ্ডিত বোধাদিত্য মুখার্জির নাম। এদিকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব ভারতরত্ন পাচ্ছেন প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা। এমইউ/১১:১৫/২৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CNbSyR
January 28, 2019 at 05:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন