শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাঘববাটি মাঠে এলাকা থেকে বুধবার রাতে ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগজিন,৭রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। অভিযানকালে ২৫ বাতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাপাইনবাবগঞ্জস্থ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সারোয়ার এক প্রস বিজ্ঞপ্তিতে জানান, রাতে নায়েব বিএম মাহবুবুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির একটি টহল দল সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৭১ হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যাšতরে রাঘববাটি মাঠে অভিযান চালায়। এ সময় একজন ব্যক্তি রাতের অন্ধকারে শূন্য লাইন হতে বাংলাদেশের দিকে আসতে থাকে। পরে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবালিরা একটি ব্যাগ ফেলে ভুট্টা ক্ষেতের দিকে পালিয়ে যায়। অভিযানকালে ব্যাগ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগজিন,৭রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2M56Phe

January 10, 2019 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top