কলকাতা, ১৭ জানুয়ারি- বিজেপিকে হারাতে তিনি পথে নেমেছেন। একটা সময়ে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। লোকসভা ভোটের বহু আগে থেকেই বিজেপি বিরোধিতায় সর্বাগ্রে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে সরকার বদলের ডাক দিয়েছেন। শনিবার ব্রিগেডের মহামঞ্চ থেকে বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা একযোগে বিজেপি বিদায়ের ডাক দেবেন। তার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি মনে করেন না বিজেপি ১২৫টির বেশি আসন পাবে। যদি তাও পাও ধরে নেব যথেষ্ট পেয়েছে। কংগ্রেস সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা বলেছেন, কংগ্রেস কত পাবে তা ভোটের ওপরে নির্ভর করছে। অর্থাত, কীভাবে জোট হয় দলগুলির তার ওপরে কংগ্রেসের ভাগ্য নির্ভর করবে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তবে বিজেপি প্রসঙ্গে একেবারে স্পষ্টভাবে নিজের মতামত জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে বাকী পড়ে থাকা আঞ্চলিক দলগুলিই এবারের ভোটে কেন্দ্রের সরকারে কে বসবে তা নির্ধারণ করবে বলে মনে করছেন মমতা। ফেডেরাল ফ্রন্টে কারা শেষ অবধি থাকছেন তা খোলসা করেননি মমতা। তবে জানিয়েছেন, অকংগ্রসী ও অবিজেপি জোটের দলগুলিই সম্ভবত কেন্দ্রের সরকারের ভাগ্য নির্ধারণ করবে। এক্ষেত্রে তিনি যে বড় ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/১১:১৪/১৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ROEEZz
January 18, 2019 at 06:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন