উপযুক্ত সময়ে চিকিৎসকের অভাবে শিশুমৃত্যু মালদায়

চাঁচল, ২৭ জানুয়ারিঃ শিশুমৃত্যুর জন্য হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। উপযুক্ত সময়ে চিকিৎসক না থাকার ফলেই প্রসবের সময় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ প্রসূতির পরিবারের।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আঙারমুনী গ্রামের প্রসূতি হেনা খাতুন সামান্য রক্তক্ষরণ নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হন। তারপর দীর্ঘক্ষন কেটে যায় এবং মধ্যরাত্রির পর থেকে প্রসব যন্ত্রণা ওঠে। সেই সময় কর্তব্যরত নার্সদের সেকথা জানানো হলেও কোনও চিকিৎসক আসেন নি বলে অভিযোগ। পরিবার পক্ষের আরও অভিযোগ, কর্তব্যরত নার্সরা কোনও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই প্রসব করানোর চেষ্টা করেন। যার ফলে প্রসবের সময়েই ছেলে শিশুটির মৃত্যু হয়। প্রসূতির স্বামী এনামুল বলেন, ‘শনিবার ড: প্রদীপ বারুই বলেন আগামীকাল অর্থাৎ আজ দুপুর ১২ টায় সিজার হবে। তারপর মধ্য রাত্রির পর হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠার পরে কোন ডাক্তারবাবুকে পাওয়া যায়নি। উপযুক্ত ডাক্তারের অভাব এবং গাফিলতির জন্যই আমার সন্তানের মৃত্যু হল।’ এবিষয়ে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ত্রিদিপ মাইতি বলেন, ‘আমরা হসপিটাল স্টাফ, সেই সময়ের অন ডিউটি ডাক্তার, প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং থানার স্টাফদের নিয়ে একটি মিটিং করেছি। সেখানে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে অভিযোগটি খতিয়ে দেখে ৩-৪ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ThTAwD

January 27, 2019 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top