নয়াদিল্লি, ২৯ জানুয়ারিঃ প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। জানা গিয়েছে, অ্যালজেমিয়ারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন জর্জ ফার্নান্ডেজ। তিনি সমতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৪৯ সালে মুম্বই যান জর্জ ফার্নান্ডেজ। মোরারজি দেশাইয়ের আমলে (১৯৭৭- ১৯৮০) তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ির মন্ত্রীসভায় প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। জরুরি অবস্থা চলাকালীন সমাজসেবী হিসেবে পরিচিতি পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ৯ বার লোকসভায় নির্বাচিত হয়েছেন জর্জ ফার্নান্ডেজ। তাঁর মৃত্যতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UqbAoz
January 29, 2019 at 11:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন