বালুরঘাট, ২ জানুয়ারিঃ উন্নয়ন হচ্ছে না এমন অভিযোগে তুলে বিজেপি পরিচালিত চকভৃগু গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। দীর্ঘক্ষণ পঞ্চায়েতের কর্মী ও সদস্যদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও রত্নজিৎ দাস, ডিএসপি (সদর) ধীমান মিত্র সহ বালুঘাটের থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। এরপর পঞ্চায়েত গেটের তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, এদিন বিজেপির বিরুদ্ধে উন্নয়নের কাজ থমকে রাখার অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি ইচ্ছে করেই তৃণমূল কে বদনাম করতে এলাকার উন্নয়ন কাজ আটকে রেখেছে। জেলাজুড়ে যখন তৃণমূল উন্নয়ন যজ্ঞ চালাচ্ছে, তখন এই পঞ্চায়েতে এসে সেসব কাজ আটকে যাচ্ছে। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দাস বলেন, ‘পঞ্চায়েতের কাজ সুষ্ঠুভাবে ও মানুষের স্বার্থেই করা হচ্ছে। অযথা তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে।’ বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও রত্নজিৎ দাস জানান, ‘পঞ্চায়েত অফিস বন্ধ থাকার খবর পেয়ে এসেছিলাম, এখন পরিস্থিতি স্বাভাবিক।’
তথ্যঃ সুবীর মোহন্ত
ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CKGQJe
January 02, 2019 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন