ঢাকা, ০৬ জানুয়ারি-বিপিএলে নিজের অভিষেক ম্যাচে করলেন ১৩ বলে ১৪ রান। দল সিলেট সিক্সার্সও হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথমবার খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরেই দেখা গেলো। রোববার (৬ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এলেন হাসিখুশি ওয়ার্নার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন মুখে সেই হাসি ধরে রেখেই। দলের হার প্রসঙ্গে ওয়ার্নার বলেন, প্রথম ছয় ওভার সব দলের জন্যই কঠিন। তাদের ৩০ রানের মধ্যেই ৫-৬ জন্য আউট হয়ে গেছে। আমরাও একই অবস্থায় ছিলাম। নতুন বল বেশ চ্যালেঞ্জিং ছিল। কোনোটা টার্ন করছিল আবার কোনোটা টার্ন করছিল না। এর মধ্যেই ক্রিজে টিকে থাকতে হবে। দেখে ভালো লাগছে কিভাবে দিনে ও রাতে পাল্টে যাচ্ছে ম্যাচের অবস্থা। স্মিথের বিপক্ষে খেলতে নেমে দারুণ উচ্ছ্বসিত এই সাবেক অজি সহ-অধিনায়ক। বললেন, আমরা দুজন দুই দলে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। এটা নতুনদের অনেক কিছু শেখাবে আর অভিজ্ঞরা অনেক কিছু আমাদের শেখাবে। নিজের আউট প্রসঙ্গেও কথা বলেন ওয়ার্নার, আম্পায়ার বলেছেন এটা আউট নয়। আমি আসলে দেখিনি কী হয়েছে। কিন্তু আসলে আমি ওখানেই ছিলাম। যেহেতু ক্যামেরার বিপরীতে ছিলাম সেক্ষেত্রে আমি কিছুই বলতে পারছি না। যদি আউট হই তো আউট। আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি। এমএ/ ০৬:১০/ ০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CThp84
January 07, 2019 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top