বিমান টেক অফের সময় সংজ্ঞাহীন, মৃত্যু যাত্রীর

কলকাতা, ৩ জানুয়ারিঃ কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বিমানে মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম সুমন পাল(১৬)। বৃহস্পতিবার সকাল ৬.৫৫ নাগাদ কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সে আগে থেকে অসুস্থ ছিল। তবে বিমানে চড়ার জন্য ফিট সার্টিফিকেট কী ভাবে সে পেল তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য পরিবারের সঙ্গে স্পাইস জেটের ওই বিমানে ওঠে সুমন। কলকাতা বিমানবন্দর থেকে বিমানটি টেক অফের সময়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় পাইলটের কাছে। পাইলট এয়ার ট্রাফিক কনট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে ট্যাক্সি বে-তে ফিরিয়ে নিয়ে যায়। নামানো হয় তাদের। সংজ্ঞাহীন অবস্থায় তাকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেথান থেকে তারা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মৃত্যু হয়েছে তার।

এর ফলে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমান উড়তে দেরি হয় ১৫ মিনিট।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TpxmZq

January 03, 2019 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top