বালুরঘাটে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

বালুরঘাট, ৩০ জানুয়ারিঃ স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধে জেলা বিদ্যালয় পরিদর্শক কড়াকড়ি করতেই আন্দোলনে নামল বালুরঘাটের পড়ুয়ারা। জানা গিয়েছে, স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার সুযোগ দিতে হবে এই দাবি তুলে বুধবার পড়ুয়ারা একত্রিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন আশ্বাস না পাওয়ায় পথ অবরোধে নামে স্কুল পড়ুয়ারা। এই বিষয়ে গৃহশিক্ষক সঞ্জীত ঘোষ বলেন, স্কুল টাইমে স্কুল পোশাকে যেভাবে ছাত্রছাত্রীরা স্কুলে না থেকে বাইরে আন্দোলন করছে, তাতে শিক্ষকরা অবৈধভাবে তাদের রাস্তায় নামিয়েছেন বলেই মনে হচ্ছে। আন্দোলনকারী ছাত্র জানান, তাদের পরীক্ষার আর এক মাস বাকি আছে। এমন সময় প্রাইভেট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। অন্যদিকে অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক জানান, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ি সরকারি শিক্ষকরা কোনোভাবেই অর্থের বিনিময়ে প্রাইভেট পড়াতে পারবে না। যদি প্রাইভেটের প্রয়োজন হয় তাহলে সে ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানাতে হবে। তারাই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে দেবেন।

এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা অবরোধ করে পড়ুয়ারা। পথ অবরোধের জেরে এদিন অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট থানা চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্যান্য পুলিশকর্মীরা। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলে পুলিশ অবরোধ তোলার কথা বলেন। প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী পড়ুয়ারা।

তথ্যঃ সুবীর মহন্ত

ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sUoUWz

January 30, 2019 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top