মুম্বাই, ০৮ জানুয়ারি- চলচ্চিত্রটির পোস্টারে বিবেকদিন কয়েক আগেই চূড়ান্তভাবে জানা গিয়েছিল, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদিকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র পিএম নরেন্দ্র মোদি। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বিবেক ওবেরয়। এবার এলো চলচ্চিত্রটির পোস্টার। গতকাল সন্ধ্যায় মুম্বাইতে এটি প্রকাশ করা হয়েছে। যেখানে মোদিরূপে হাজির হয়েছেন বিবেক। মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিবেক বলেন, সত্যিই আমি ভাগ্যবান। ১৬ বছর আগে যখন কোম্পানি চলচ্চিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করি, আজকেও ঠিক তেমনই অনুভূতি হচ্ছে আমার। মোদি পৃথিবীর অন্যতম সেরা নেতা। তাকে তুলে ধরাটা আমার জন্য এখন বড় চ্যালেঞ্জ। ছবিটিতে সাধারণ মানুষ নরেন্দ্র মোদির অসাধারণ পথচলা তুলে ধরা হবে। ধারণা করা হচ্ছে, চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদি কীভাবে খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের প্রধানমন্ত্রী হলেন, সেই অবিশ্বাস্য গল্প নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন ওমাঙ কুমার। নারী বক্সার মেরি কমের বায়োপিক ও পাকিস্তানে গৃহবন্দি থেকে মৃত্যুবরণ করা ভারতীয় চাষার জীবনের সত্যি ঘটনা নিয়ে সর্বজিৎ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন এই পরিচালক। জানা যায়, তিন বছর ধরে মোদির বায়োপিক নির্মাণের প্রক্রিয়া চলছে। অবশেষে মাঠে নামতে যাচ্ছেন প্রযোজক সন্দীপ সিং। আর/০৮:১৪/০৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TxoOQ7
January 08, 2019 at 03:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন