বর্ষবরণের রাতে প্রাক্তন বিধায়কের উল্লাসে ছোড়া গুলিতে জখম মহিলা

নয়াদিল্লি, ২ জানুয়ারিঃ‌ বর্ষবরণের রাতে দিল্লির বসন্তকুঞ্জে একটি ফার্মহাউজে প্রাক্তন জেডিইউ বিধায়কের শূন্যে ছোঁড়া গুলিতে জখম হলেন এক মহিলা। মঙ্গলবারই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রাক্তন বিধায়ক রাজু সিং। সোমবার রাতে বসন্তকুঞ্জের একটি খামারবাড়িতে এই ঘটনা ঘটে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার মাথায় গুলি লেগেছে। বসন্তকুঞ্জের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্চনা গুপ্তা নামে ওই মহিলা।
মহিলার স্বামীর অভিযোগ, সোমবার রাতে দিল্লির বসন্তকুঞ্জের একটি খামারবাড়িতে বন্ধুদের সঙ্গে ইংরাজি বর্ষবরণ উৎসব করছিলেন তাঁরা। রাত ১২টা নাগাদ ২-৩ রাউন্ড গুলি ছোঁড়ে রাজু সিং। সেই গুলি গিয়ে লাগে তাঁর স্ত্রীর মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, আইপিসি-র নির্দিষ্ট ধারায় ও অস্ত্র আইনে রাজু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফার্মহাউজটি প্রাক্তন বিধায়কের মায়ের নামে নথিভুক্ত। এর আগেও, রাজুর নামে পাঁচটি মামলা রয়েছে। রাজু সিংয়ের স্ত্রী বিহারের প্রাক্তন বিধায়ক। রাজু সিংয়ের কোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SznSus

January 02, 2019 at 02:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top