প্রকাশিত হল NET-এর রেজাল্ট

নয়াদিল্লি, ৬ জানুয়ারিঃ প্রকাশিত হল ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(NET) এর ফলাফল। ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৫৬ হাজার ৮৩৭ জন। তার মধ্যে ৬ লক্ষ ৮১ হাজার জন দুটি পেপারেই উত্তীর্ণ হয়েছেন। সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন ৪৪ হাজার ১ জন। ৩ হাজার ৮৮৩ জন জুনিয়র রিসার্চ ফেলোশিপ(JRF) পেয়েছেন ও সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

১৮ ও ২২ ডিসেম্বর দেশের ২৩৫ শহরের ৫৯৮টি কেন্দ্রে পরীক্ষা হয়। পরীক্ষা হয় মোট ৮৫টি বিষয়ে। পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in গিয়ে ফলাফল দেখতে পারেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CPzS5u

January 06, 2019 at 12:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top