কাতানিয়া, ০১ ফেব্রুয়ারি- ইতালির বন্দর নগরী কাতানিয়ায় গত দুই মাস ধরে আলম জুবায়ের লিংকন (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ। নিখোঁজ লিংকন প্রায় সাত বছর ধরে ইতালিতে বসবাস করছেন। এ বিষয়ে কাতানিয়া প্রবাসী বাংলাদেশি আলমের বন্ধু আসলাম তালুকদার জানান, গত দুই মাস আগেও সে স্বাভাবিক জীবন-যাপন করতো। প্রায় তার সঙ্গে দেখা হত। সুস্থ ও ভালো ছেলে। হঠাৎ তাকে খুঁজে না পাওয়া ব্যাপারটা এক প্রকার ভাবিয়ে তুলেছে কাতানিয়া বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীদের। দু-বেলা কাজ করি তাই ব্যস্ত থাকতে হয়। সময়ের অভাবে থানায় গিয়ে জিডি করতে পারছি না। তবে শিগগিরই বাংলাদেশ দূতাবাস ও পুলিশকে অবহিত করা হবে। জীবিকার তাগিদে স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতো সে। অর্থনৈতিক দিক থেকে পৈত্রিকভাবে স্বাবলম্বী। পারিবারিকভাবে কোনো চাপ নেই বলেও জানান তার বন্ধু আসলাম। নিখোঁজ যুবকের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানায়। বর্তমান তার পরিবার ঢাকার ধনিয়া থাকেন। বাবার নাম মো. নুরুজ্জামান, মাতা রেহানা বেগম। লিংকন পরিবারের বড় ছেলে। ছোট বোন তমা ও ছোট ভাই আকাশ স্কুলে পড়ছে। সন্তানকে খুঁজে না পেয়ে পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এমএ/ ০১:২২/ ০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GbkPFq
February 01, 2019 at 07:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top