সামসী, ৪ ফেব্রুয়ারিঃ মালদা জেলা পুলিশ ও প্রশাসনের নির্দেশে রতুয়া থানার উদ্যোগে ভাদো বিএসবি হাই স্কুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের পর অনুষ্ঠানের সূচনা করেন রতুয়ার ওসি দেবব্রত চক্রবর্তী ও ওই স্কুলের প্রধান শিক্ষক আব্বাস আলি। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিএসবি’র প্রধান শিক্ষক আব্বাস আলি, রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তি, এসআই কৌশিক কুমার দাস সহ একাধিক আধিকারিক। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানটিকে সামনে রেখে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে রতুয়া থানার পুলিশের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ও পড়ুয়ারা সকলে মিলে একটি শোভাযাত্রা বের করে। এছাড়াও বিদ্যালয়ের তরফে বাইক আরোহীদের ২৫ টি হেলমেট বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আব্বাস আলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সীমা আহমেদ ও শিক্ষক সরিফুল ইসলাম।
সংবাদদাতাঃ মুরতুজ আলম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UF1AYR
February 04, 2019 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন