মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- কাশ্মীর উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গি হানায় ৪০ জন ভারতীয় সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ পাকিস্তানকে কড়া ভাষায় কড়া জবাব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিশিষ্টরা৷ কড়া ভাষায় জবাব দিতে এবার বিশ্বকাপে তাঁদের বিরুদ্ধে ম্যাচ না খেলার প্রস্তাব দেশের অভিজাত এক ক্রিকেট ক্লাবের৷ ইতিমধ্যেই মুম্বইয়ে অবস্থিত ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান সহ পাক ক্রিকেট দলের একাধিক ছবি ঢেকে দেওয়া হয়েছে৷ পুলওয়ামার ঘটনার পরই নড়েচড়ে বসে দেশের অভিজাত এই ক্রিকেট ক্লাব। তড়িঘড়ি ছবিগুলি কাপড়ে ঢেকে ফেলা হয়৷ এবার ক্লাবের সেক্রেটারি সুরেশ বাফনা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, নক্কারজনক ঘটনার পর পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলা চলে না৷ সঙ্গে তিনি আরও জুড়েছেন, ইংল্যান্ডের মাটিতে হতে চলা বিশ্বকাপে এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করুক ভারত৷ ক্ষোভ উগরে দিয়ে অভিজাত ক্রিকেট ক্লাবের সেক্রটারি আরও বলেন, পুলওয়ামা জঙ্গি হামলায় পাক যোগ স্পষ্ট৷ সেদেশের প্রধামন্ত্রী হিসেবে ইমরানের এবার নড়েচড়ে বসা উচিত৷ এই ঘটনার তীব্র নিন্দা জানাই৷ সবার আগে দেশ৷ প্রতিবেশি যখন যখন হামলা চালাচ্ছে৷ সেই দেশের সঙ্গে কীভাবে ক্রিকেট চলতে পারে? সঙ্গে আরও জুড়েছেন, ইমরান চুপ কেন? সত্যিটা বাইরে আসা উচিত৷ উল্লেখ্য চলতি বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর৷ সেই আসরে সূচি অনুয়ায়ী ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ভারতের৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EeJdVm
February 17, 2019 at 11:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top