ঢাকা, ২২ ফেব্রুয়ারি-যদি হিমালয় হয়ে... সরলতার প্রতিমা... ঘুমাও তুমি... হয়নি যাবারও বেলা... কোনো কারণে ফেরানো গেল না... আকাশ নীলার মতো অসম্ভব জনপ্রিয় গান গেয়েছেন। পাড়া-মহল্লা, শপিংমল, মার্কেটে দিনভর বেজেছে এসব গান। কিন্তু এই গানগুলোর কণ্ঠশিল্পী খালিদ কোথায়? শুক্রবার সকালে অবসকিওর ব্যান্ডের লিড ভোকালিস্ট খালিদকে সঙ্গীত জগতে ফিরে আসার আহবান জানিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি বার্তা লিখেছেন। খালিদের সাথে টিপুর পরিচয়ের স্মৃতি উল্লেখ করে নানা বিষয় নিয়েই লিখেছেন। টিপু বলেন, খালিদ ভাই, চাইমের লিড ভোকালিস্ট। আমার সাথে পরিচয় ১৯৮২/৮৩ সালের একটা সময়। যখন আমি ইংলিশ ভোকালিস্ট হিসেবে চাইমে যোগ দিয়েছিলাম। আমার এক বছরের চাইমে অবস্থানকালে, ব্যান্ড মেম্বার হিসেবে খালিদ ভাইয়ের সাথে অনেক গল্প আর গান। বাংলাদেশের যে কজন শিল্পীর কন্ঠ আমার অসম্ভব ভালো লাগার, তার মাঝে অন্যতম একজন, খালিদ ভাই। মাঝরাতে চাঁদ যদি খ্যাত কণ্ঠশিল্পী টিপু বলেন, এই পুরোনো ব্যান্ডগুলোর মধ্যে অনেকেই এখন আর শিল্প জগতে সচল নেই। অডিও বাজারের মন্দার কারণে অনেকেই গান ছেড়ে ছুড়ে নিজের জীবনে সাচ্ছ্যন্দ আনতে অন্য পেশায় ব্যস্ত হয়ে গেছেন। খালিদ ভাই কোথায় আছেন, জানি না। কিন্তু ওনার গানের কথা মনে পড়ে ভীষণ। খালিদকে ফিরে আসার আহবান জানিয়ে টিপউ লিখেছেন, মনে প্রাণে চাই খালিদ ভাই গানের জগতে ফিরে আসুক। সরলতার প্রতিমার মতন আরো অনেক অনেক গান আমাদের উপহার দিক। ভালো থাকবেন খালিদ ভাই।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VaOvXx
February 22, 2019 at 08:32PM
22 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top