ঢাকা, ০২ ফেব্রুয়ারি- চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিক্সর্সের পেস বোলার তাসকিন আহমেদ। শুক্রবার চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে বল ধরতে গিয়ে পায়ে আঘাত পান তিনি। চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে চতুর্থ বল অলেক কাপালির ফুলার লেংথ বলটি লং অফ দিয়ে উঠিয়ে মারেন মোসাদ্দেক সৈকত। বলটি তালুবন্দি করতে দৌঁড়ে যাওয়ার সময় বাউন্ডারি লাইনের ওপরে দেয়া স্পন্জে পা পিছলে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে ব্যথায় কাতরানোর পর তাকে মাঠের বাইরে নেয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয় বিসিবি মেডিকেলে। তাকে দেখার পর চিকিৎসক এক্স-রে করাতে বলেন। তাকে এক্স-রে করাতে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। বিসিবি চিকিৎসকেরা জানান, সেখানে এক্সরে করার পরই বোঝা যাবে তাসকিনের চোট কতটা গুরুতর। বিপিএলের চলতি আসরে এটিই ছিল তাসকিনের শেষ ম্যাচ। কেননা ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হারে তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে শঙ্কাটা নিউজিল্যান্ড সফর নিয়ে। কদিন পরেই নিউজল্যান্ড সফরের জন্য দেশ ছাড়বে টাইগাররা। এমএ/ ০০:৪৪/ ০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2G8VoFx
February 02, 2019 at 06:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top