চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে ৫ শিশুসহ রবিউল ইসলাম নামের সন্দেহভাজন পাচারকারীচক্রের সদ্যকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামের এনামুল হকের ছেলে। শনিবার দুপুরে শিশুগুলোকে উদ্ধার ও রবিউলকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর এলাকার চার পরিবারের পাঁচ শিশু নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন শিশুদের অভিভাবকরা। এরপর পুলিশের কয়েকটি দল অভিযানে নামে। দুপুরে ডালিমবাড়িয়া-ভূতপুকুরের একটি আম বাগান থেকে ওই পাঁচ শিশুসহ রবিউলকে আটক করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো- পিরপুকুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৮), আব্দুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬), মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪), নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫)।
ওসি জানান, রবিউল ইসলাম ওই এলাকায় নিয়মিত আইসক্রিম বিক্রি করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর এলাকার চার পরিবারের পাঁচ শিশু নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন শিশুদের অভিভাবকরা। এরপর পুলিশের কয়েকটি দল অভিযানে নামে। দুপুরে ডালিমবাড়িয়া-ভূতপুকুরের একটি আম বাগান থেকে ওই পাঁচ শিশুসহ রবিউলকে আটক করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো- পিরপুকুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৮), আব্দুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬), মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪), নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫)।
ওসি জানান, রবিউল ইসলাম ওই এলাকায় নিয়মিত আইসক্রিম বিক্রি করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯
from Chapainawabganjnews http://bit.ly/2BscABz
February 09, 2019 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন