নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বিজয় মালিয়া বলেন, ‘আমি টাকা দেওয়া সত্বেও ‘আমি যে টাকা দিচ্ছি, সেই টাকা কেন উনি(মোদি) ব্যাংকগুলিকে নেওয়ার নির্দেশ দিচ্ছেন না? তাতে অন্তত উনি দাবি করতে পারবেন যে, ঋণের পুরো টাকা উনি ফেরাতে পেরেছেন।’
তবে প্রধানমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি। লিখেছেন, ‘বুধবার লোকসভায় ওনার বক্তব্য শুনে মনে হল, উনি বেশ বাক্যবাগীশ!’
উল্লেখ্য, এর আগে একাধিকবার বিজয় মালিয়া জানিয়েছেন, তিনি টাকা ফেরত দিতে চান। কর্মীদের বকেয়া বেতনও তিনি মিটিয়ে দিতে চান বলে জানিয়েছেন। কর্নাটক হাইকোর্টে সে প্রস্তাবও দিয়েছেন।
মালিয়া আরও লিখেছেন, ‘ব্যাংকগুলিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কোনও অফার না গ্রহণ করতে। অন্যদিকে, ইডিকে বলা হয়েছে সম্পত্তি অ্যাটাচ করতে।’
I have made the offer to settle before the Hon’Ble High Court Court of Karnataka. This cannot be dismissed as frivolous. It is a perfectly tangible, sincere, honest and readily achievable offer. The shoe is on the other foot now. Why don’t the Banks take the money lent to KFA ?
— Vijay Mallya (@TheVijayMallya) February 14, 2019
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2E9FFnb
February 14, 2019 at 08:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন