আমেরিকা থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ আমেরিকা থেকে ৭২,৪০০টি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ও আমেরিকান অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সওয়ারের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আনুমানিক ৭০০ কোটি টাকার বিনিময়ে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত।

জানা গিয়েছে, গত এক দশকের মধ্যে এই প্রথম ফাস্ট ট্র্যাক প্রকিউরমেন্টের (এফটিপি) মাধ্যমে এই বিপুল সংখ্যক অস্ত্র কেনা হচ্ছে। ৫.৫৬ মিলিমিটার আইএনএসএএস রাইফেলের পরিবর্তে জওয়ানদের দেওয়া হবে ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের অ্যাসল্ট রাইফেল। সেনা সূত্রে খবর, প্রাথমিকভাবে চিন সীমান্তে মোতায়েন জওয়ানরাই এই অ্যাসল্ট রাইফেল ব্যহার করবেন। সেনার হাতে তুলে দেওয়া হবে ৬৮০০০ রাইফেল। বায়ুসেনাকে দেওয়া হবে ৪০০০টি রাইফেল। বাকি রাইফেলগুলো দেওয়া হবে নৌবাহিনীর হাতে। তাছাড়া ইউএই-র অস্ত্র নির্মাতা সংস্থা ক্যারাকালের সঙ্গে ৯৪০০০টি কার্বাইন বন্দুক কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে দিল্লি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2N3Hk0y

February 13, 2019 at 03:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top