প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ বন্ধে উদ্যোগ নিল ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত

ময়নাগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ প্লাস্টিক ক‍্যারিব‍্যাগের ব্যবহার বন্ধ করতে শুক্রবার ময়নাগুড়ি বাজারে ব‍্যবসায়ীদের সঙ্গে কথা বললেন প্রশাসনিক আধিকারিকেরা। “ক্লিন ময়নাগুড়ি গ্রিন ময়নাগুড়ি” গড়তে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ময়নাগুড়িতে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি, প্লাস্টিকের গ্লাস, থালা, বাটি, চা ও জলের কাপ ব‍্যবহার ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে গত ২০১৮ সালের ২৩ নভেম্বর ময়নাগুড়ি বাজারের ব‍্যবসায়ীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয় যে চলতি মাসের ২৮ তারিখ থেকে ময়নাগুড়িতে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ সহ প্লাস্টিকের সমস্ত রকমের সরঞ্জাম বিক্রি ও ব‍্যবহার বন্ধ করা হবে। ময়নাগুড়ির প্রধান সজল বিশ্বাস বলেন, ‘২৮ ফেব্রুয়ারির পর যদি কোন ব‍্যবসায়ী এই সমস্ত জিনিসপত্র বিক্রি করেন বা গুদামঘরে জিনিসপত্র মজুত রাখেন তাহলে পঞ্চায়েত আইন অনুযায়ী ব‍্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2XfrJzv

February 22, 2019 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top