জীবনতলা, ৩ ফেব্রুয়ারিঃ যুবতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতের নাম জয়ন্তী হালদার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়ন্তীর শাশুড়িকে গ্রেফতার করেছে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ। স্বামী মৃত্যুঞ্জয় হালদার ও পরিবারের বাকি সদস্যরা পলাতক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মাস ছয়েক আগে বারুইপুর থানার চম্পাহাটি রঘুনাথপুরের বাসিন্দা জয়ন্তীর সঙ্গে বিয়ে হয় জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির নবপল্লি এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির সদস্যরা। পরে মৃত্যুঞ্জয় জানতে পারে তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে পাওয়া টাকা রয়েছে। সেই টাকা তুলে আনার জন্য জয়ন্তীকে প্রায়ই চাপ দেওয়া হত বলে অভিযোগ। এমনকী মারধরও করা হয়। বিষয়টি বাপের বাড়িতে একাধিকবার জানিয়েছিল জয়ন্তী। দু’পক্ষের আত্মীয়রা নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু, তাতেও অত্যাচার বন্ধ হয়নি।
এরপর শনিবার জয়ন্তী আত্মহত্যা করেছে বলে তাঁর বাবার বাড়িতে জানানো হয়। তাঁরা জয়ন্তীর শ্বশুরবাড়িতে পৌঁছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় মৃতের শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। জয়ন্তীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরাই কন্যাশ্রী ও রূপশ্রীর টাকা না পেয়ে তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UF1uk5
February 03, 2019 at 06:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন