স্বামীর হয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন শহিদ অমিতাভর স্ত্রী

কলকাতা, ৫ ফেব্রুয়ারিঃ বিমল গুরুং সমর্থকদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যুবরণ করেছিলেন দার্জিলিং সদর থানার সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিক। এবার তাঁর স্ত্রী বিউটি মালিকের হাতে অমিতাভের সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকেই তাঁর হাতে পুলিশ সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে গুরুং বাহিনীর গুলিতে শহিদ অমিতাভ মালিকের স্ত্রী বিউটির প্রতি সহানুভূতি দেখিয়েছিল গোটা রাজ্য। সরকারের তরফে অমিতাভর স্ত্রীকে চাকরিও দেওয়া হয়। তবে, তারপর থেকেই রীতিমতো বিরক্তিকর আচরণ শুরু করেন অমিতাভর স্ত্রী। বিউটির শ্বশুরবাড়ির দাবি, অমিতাভর মৃত্যুর পর স্বার্থপরতার পরিচয় দিয়েছেন বিউটি। সম্প্রতি অমিতাভর একটি বিমার টাকা দাবি করে শ্বশুর বাড়ির লোকেদের আদালতে অবধি টেনে আনেন বিউটি। এবার তাঁর হাতেই স্বামীর সাহসিকতার জন্য পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2REZC8N

February 05, 2019 at 11:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top