মাধ্যমিক পরীক্ষার আগের রাতে সাউন্ড বক্সের দাপটে অতিষ্ঠ পরীক্ষার্থীরা

ফালাকাটা, ১২ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই বিধি ভেঙ্গে ফালাকাটা শহরের বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হচ্ছ বলে অভিযোগ উঠল। গভীর রাত পর্যন্ত জোরালো শব্দে বাজছে ওই সাউন্ড বক্স। ফলে সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগের দিন সোমবার ফালাকাটার বিভিন্ন জায়গায় সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত অন্নপ্রাশন সহ নানা অনুষ্ঠানগুলিতে উচ্ছস্বরে সাউন্ড বক্স বেজেছে বলে অভিযোগ। এই নিয়ে সোস্যাল মিডিয়াতে সরব হয়েছে ফালাকাটার বিভিন্ন মহল।

ফালাকাটার সমাজকর্মী সোমনাথ গোস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। কিন্তু রাত ১১টা ৫৭ মিনিটেও সাউন্ড বক্স বেজেই চলছে। এটা কোন মতেই মেনে নেওয়া যায়না। এমনটা চলতে থাকলে পুলিশ ও প্রশাসনকে লিখিত অভিযোগ জানাবো।”  এবিষয়ে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “থানার আইসি-র সঙ্গে কথা বলে ওই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ ফালাকাটা থানার আই সি সমীর পাল বলেন,” ফোনে অভিযোগ পেয়ে সোমবার রাতেই  ফালাকাটার বেশ কয়েকটি জায়গায় সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। যারা সেগুলি ব্যাবহার করছিলেন প্রাথমিক ভাবে তাদের  সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর  এলাকায় কোথাও সাউন্ড সিস্টেম বাজানো হলে সেগুলি বাজেয়াপ্ত করা হবে। প্রয়োজনে তাদের বিরূদ্ধে মামলা দায়ের করা হবে।”



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BrBMID

February 12, 2019 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top