যুদ্ধের জন্য প্রস্তুত সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারিঃ যুদ্ধের জন্য প্রস্তুত ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট ‘তেজস’। বায়ুসেনার অ্যারো ইন্ডিয়া শো-এর প্রথম দিনেই অপারেশনাল ক্লিয়ারেন্স দেওয়া হল তেজস মার্ক ১ বিমানকে।
বায়ুসেন প্রধান বিএস ধানোয়ার হাতে তুলে দেওয়া হয়েছে সেই ছাড়পত্রের সার্টিফিকেট। বায়ুসেনার ‘বায়ুশক্তি’ প্রদর্শনী ও ২০১৮-র ‘গগনশক্তি’ মহড়ায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিল তেজস। বায়ুসেনা প্রধান বলেন, ‘এক প্রকৃত যোদ্ধার মত আচরণ করেছিল তেজস।’ মিসাইল রেঞ্জ, মাঝ আকাশে রিফুয়েলিং করার ক্ষমতা ও আকাশ থেকে মাটিতে বোমা নিক্ষেপ করার ক্ষমতা পরীক্ষা করেই তেজসকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ নি:সন্দেহে ভারতীয় বায়ুসেনার মুকুটে গুরুত্বপূর্ণ পালক৷ ফোর্থ জেনারেশন হালকা ওজনের এয়ারক্র্যাফট এটি। ভারতীয় বায়ুসেনায় মিগ ২১ এবং মিগ ২৭ বিমানের অভাব পূরণ করেছে তেজস।
প্রায় সাড়ে ১৩ মিটার লম্বা আর ১২ টন ওজনের এই তেজস যুদ্ধবিমানগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫০ কিলোমিটার।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ta05Vt

February 21, 2019 at 05:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top