নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা আক্রমণের পর থেকেই ইস্টবেঙ্গল ফেডারেশনকে আর্জি জানিয়ে আসছিল ভেনু অথবা খেলার দিন বদল করতে। কিন্তু সেকথা কানে তোলেনি ফেডারেশন। একারণে মিনার্ভা পঞ্জাব খেলতে যায়নি শ্রীনগর। এই অবস্থায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা জানিয়ে দেন, ফেডারেশন বাধ্য করলে তাঁরা শ্রীনগরে খেলতে যাবে। তবে ম্যাচের দিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা
ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমি ফেডারেশনের কাছে আবেদন জানাচ্ছি যাতে বিষয়টিকে মানবিক জায়গা থেকে দেখা হয়। একটা দল যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে তারা এই পরিবেশে কী করে খেলবে। আমরা কোনও আইনি পথে যাচ্ছি না। ওরা যদি আমাদের বাধ্য করে আমরা খেলব।’
আই লিগের সিইও সুনন্দ ধর জানিয়ে দিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এই মুহূর্তে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ts5XuV
February 20, 2019 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন