বহরমপুরে প্রচুর সংখ্যক কার্তুজ সহ গ্রেফতার ৩

বহরমপুর, ১৮ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক বন্দুকের কার্তুজ উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ভরত যাদব ও অরবিন্দ ঠাকুর নামে ২ ব্যক্তিকে কার্তুজ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত দুই ব্যক্তি বিহারের মুঙ্গের এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের দৌলতাবাদে এক মহিলাকে কার্তুজ সরবরাহ করতে আসলে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ রাউন্ড ৮ এমএম ও ৫০ রাউন্ড ১২ বোরের কার্তুজ সহ মোট ১৪০ রাউন্ড কার্তুজ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর আগ্নেয়াস্ত্র পাচার চক্রে জড়িত থাকার অপরাধে মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকা থেকে চামেলি বিবি নামে এক মহিলাকেও গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ধৃতদের সোমবার বহরমপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ১০ দিনের জন্য পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় বহরমপুর থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://uttarbangasambad.com/3-arrested-with-illegal-arms-at-behrampore/

February 18, 2019 at 04:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top