বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

চালসা, ১৭ ফেব্রুয়ারিঃ গরুমারা জঙ্গল সংলগ্ন এলাকায় দক্ষিণ ধূপঝোরা বদির বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। গরুমারা সাউথ রেঞ্জ ও ধুপঝোরার যৌথ বন পরিচালন সমিতির উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা স্নাপ ও শিলিগুড়ি ডিসান নার্সিং হোমের এর সহযোগীতায় ওই শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে ধূপঝোরার তিনটি যৌথ বন পরিচালন সমিতি এলাকার পুরুষ ও মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে তাদের ঔষধও দেওয়া হয়। স্নাপ এর সভাপতি কৌস্তভ চৌধুরী বলেন, ‘বন দপ্তরকে সঙ্গে নিয়ে আগামীতে আরও এই ধরণের বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করা হবে।’ এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন গরুমারা নর্থের রেঞ্জার অয়ন চক্রবর্তী, ধূপঝোরার বিট অফিসার রোশন রাই সহ যৌথ বন পরিচালন সমিতির সদস্যরা।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DOi8a8

February 17, 2019 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top