লেবাননে ঈসমাইল চৌধুরী আকরাম স্মরণে আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল

opi

লেবানন থেকে বাবু সাহাঃ বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ঈসমাইল চৌধুরী আকরাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আযোজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখা।১৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে বৈরুতের আইন আল রোমানী এলাকায় এস প্রবাস স্টোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন এর পরিচালনায় ঈসমাইল চৌধুরী আকরাম এর জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি বাবুল মুন্সী, সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবি,  সাধারন সম্পাদক মশিউর রহমান টিটু, বিএনপি লেবানন শাখার সাবেক সভাপতি মানিক মোল্লা ও সাধারন সম্পাদক জাকির হোসেন।

উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জাকির হোসেন, সাবেক সভাপতি কাসেম সাদী, সহ-সভাপতি সহ-সভাপতি বাবুল মিয়া, মোঃ আলী, রুহুল আমিন ও জামাল মিয়া, প্রচার সম্পাদক মহসিন মৃধা, শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা ইব্রাহিম খাঁন ও উপদেষ্টা তাজুল ইসলাম সহ আরো অনেকে।

পরে ঈসমাইল চৌধুরী আকরাম এর বিদেহী আত্মার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পাঠ করেন ধর্ম সম্পাদক মতিউর রহমান।শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরন করা হয়।

ঈসমাইল চৌধুরী আকরাম ৪২ বছরের দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বার্ধক্য জনিত কারনে নিজ গ্রামে ১৩ ফেব্রুয়ারী ভোর ৫:৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর।সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বলরামের চক গ্রামে তাঁর বাড়ী।

১৯৭৭ সালের শেষের দিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে তিনি পিএলও’র হয়ে যুদ্ধে অংশ নেন।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2Nh6yZz

February 17, 2019 at 03:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top