বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহন

আইনের আওতায় আসছেন ভূয়া নাগরিক
সনদে নিয়োগ পাওয়া ৭ সহকারী শিক্ষক

IMG_20190211_195934বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাথমিক বিদ্যালয়ের বিগত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া/জাল নাগরিক সনদে ‘বিশ্বনাথ উপজেলা’ কৌটায় নিয়োগ পাওয়া ৭ (তাহমিনা ইয়াসমিন, আঁখি বণিক, হেপী সরকার, বেবী সরকার, জাহিদুল হাসান, সঞ্জয় তালুকদার, শায়ান চন্দ্র তালুকদার) বহিরাগতের বিরুদ্ধে সংশ্লিস্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলার হাবড়া বাজার, কালীগঞ্জ বাজার, বিশ্বনাথ নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় থাকা দখলকৃত গণসৌচাগারসহ সকল সরকারি ভূমি উদ্ধার ও পর্যায়ক্রমে বাসিয়াসহ উপজেলার সকল নদী/খালের তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা- অনিয়ম-দূর্নীতির জালে আটকে থাকা উপজেলা কমপ্লেক্স ও খাজাঞ্চী ইউনিয়নে নির্মানাধীন গুচ্ছ গ্রাম নির্মান কাজ এবং সড়কের সীমানায় থাকা বিদ্যুতিক খুঁটি ও গাছ অবসারণ করে প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ-রশিদপুর সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন করার দাবী করেন। তদন্তপূর্বক উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘রাজাগঞ্জ ও মুফতির বাজারে’ সরকারি ভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান করেন বক্তারা। উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা-কামালপুর সড়কে থাকা গাছ কর্তনকারীসহ অবৈধভাবে গাছ কর্তৃনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি বিভিন্ন সড়কে পাশে হেলে পড়া ও মরা বা উপড়ে পড়া গাছগুলো নিলামের মাধ্যমে কর্তনের দাবী করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়- চাউলধনীর হাওরের ভূমি অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ ও কৃষিখ্যাতের উন্নতির জন্য হাওরের মধ্যে থাকাল খাল বা নালাগুলো পুনঃখননের জোর দাবী করা হয়। আর সরকারি নিয়ম ভেঙ্গে হাওর সেচ দিয়ে মাছ শিকার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। উপজেলা সদরে একটি শহীদ মিনার স্থাপনের দাবী উঠে সভায়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, মহিলা ও শিশু তথ্য সেবা কেন্দ্রের জান্নাতুল ফেরদৌস চৌধুরী, আনসার ভিডিপি প্রশিক্ষক পারভেজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত কুমার সাহা রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ব্লাস্টের উপজেলা কো-অডিনেটর গীতা রাণী মোদক, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, আক্তার আহমদ শাহেদ, মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম, বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2N0aXzP

February 11, 2019 at 08:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top