দুবাইয়ে গ্রেফতার মুম্বই সিরিয়াল ব্লাস্টে ২ অভিযুক্ত

দুবাই, ১৪ ফেব্রুয়ারিঃ দুবাই থেকে ধরা পড়ল ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল ব্লাস্টে অভিযুক্ত আবু বকর। বুধবার তাকে গ্রেফতার করা হয়। দাউদ ইব্রাহিমের সঙ্গে মুম্বই হামলার চক্রান্ত করেছিল আবু বকর।  বিস্ফোরণে যে আরডিএক্স ব্যবহার করা হয়েছিল, তার সরবরাহের দায়িত্বেও ছিল আবু বকর।  তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত ফিরোজকে। দু’জনকেই ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ১৯৮৯ সালে ফিরোজ আবু বকরের সঙ্গে টিভি সেট, রেফ্রিজারেটর এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পাচার করতে শুরু করে। ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল বিস্ফোরণের পর দাউদ ও তার দলবলের সঙ্গেই ভারত ছেড়েছিল সে। পরে ২০০৫ সালে নকল পাসপোর্টের সাহায্যে নবি মুম্বইতে যাওয়া আসা শুরু করে। ২০১০ সালে এক গোপন সূত্রে ফিরোজ়ের খোঁজ পান তদন্তকারীরা। তারপর থেকে তার উপরে নজর রাখতে থাকে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, ফিরোজ় সক্রিয়ভাবে মুম্বইতে অস্ত্র নিয়ে আসা ও বিস্ফোরণের প্রস্তুতির কাজে যুক্ত ছিল। ফিরোজ জানিয়েছে, ১৯৯৬ ও ১৯৯৯ সালে সে করাচিতে দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করেছিল। তদন্তকারীদের মতে, এর ফলে দাউদের সঙ্গে পাক যোগের প্রমাণ আরও স্পষ্ট হল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TSCFkM

February 14, 2019 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top