উত্তরবঙ্গে হায়দরাবাদের যশোদা গ্রুপ অফ হসপিটালস-এর প্রথম ক্লিনিক ও মেডিকেল ইনফরমেশন সেন্টার

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ হায়দ্রাবাদের যশোদা গ্রুপ অফ হসপিটালস উত্তরবঙ্গে নিয়ে এলো তাদের প্রথম ক্লিনিক ও মেডিকেল ইনফরমেশন সেন্টার। মঙ্গলবার প্রধাননগর এলাকার মেঘনাদ সাহা সরণিতে নতুন এই ক্লিনিকের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। নতুন এই  ক্লিনিকে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকদের দ্বারা চিকিত্সা করানোর পাশাপাশি চিকিত্সা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন রোগীরা। হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডাঃ বিজয় কুমার বলেন, কম খরচে উত্তরবঙ্গ, সিকিম সহ আশেপাশের এলাকার মানুষের চিকিত্সার সুবিধার জন্য আমাদের নতুন এই প্রয়াস। চিকিত্সা সংক্রান্ত যেকোনো তথ্য মানুষ আমাদের মেডিকেল ইনফরমেশন সেন্টার থেকে জানতে পারবেন। সেন্টার সুত্রে জানা গিয়েছে, প্রত্যেক সপ্তাহে যশোদা হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিত্সক এই সেন্টারে রোগী দেখবেন।  ২৭ফেব্রুযারি সকাল ১০টা থেকে বিকেল ২টা পরর্যন্ত ক্লিনিকে বিশেষজ্ঞ নিউরোসার্জেন ডাঃ জি ভেনুগোপাল এবং নেফ্রোলজিস্ট ডাঃ এ শশী কিরণ-এর কাছে চিকিত্সা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে পারবেন রোগীরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SssFNl

February 26, 2019 at 08:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top