মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- গত ১৪ ফেব্রুয়ারি বিকালে কাশ্মীরের পুলওয়ামার আওয়ান্তিপরা শহরের জাতীয় সড়কে সিআরপিএফের সদস্যদের গাড়িবহরে এক আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জওয়ান নিহত ও আরও ৪১ সেনা আহত হন। এ ঘটনায় শোকাহত ভারত। এমন আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হতবিহ্বল ভারতীয়রা। এ শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রাঙ্গন ও ক্রীড়াজগতের তারকাদের মাঝেও। নিহতদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। তাদের সন্তানদের নিজের বিদ্যালয়ে বিনামূল্যে পাঠদানের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার সকালে নিজের টুইটারে মৃত সেনাদের ছবিসহ একটি তালিকা পোস্ট করে শেবাগ লেখেন- আমাদের কোনো প্রচেষ্টাই যথেষ্ট নয়। খুব বেশি হলে আমি নিহত বীর সেনাদের সন্তানদের আমার বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রস্তাব রাখতে পারি। এবার নিহত সেনাদের সন্তান ও পরিবারের পাশে দাঁড়ালেন বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন। প্রতি পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দিলেন বিগ বি। সে হিসাবে মোট অর্থের পরিমাণ গিয়ে দাঁড়ায় আড়াই কোটি রুপি। রোববার অমিতাভ বচ্চন টুইটারে লেখেন- পুলওয়ামায় সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯-এ। এর জন্য আমি দিচ্ছি ২.৫ কোটি রুপি। এমএ/ ০৪:২২/ ১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SVsOx5
February 17, 2019 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top