মেখলিগঞ্জে তৃণমূলের পথ অবরোধ

মেখলিগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে নিগৃহীত হতে হয়েছে। ঘটনার পেছেন জড়িত রয়েছে বিজেপি। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল-কংগ্রেসের নেতা কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায়। এদিন বেলা ১২টা থেকে মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা সড়ক অবরোধ করে আন্দোলন করা হয়। এই বিষয়ে ভোটবাড়ি অঞ্চল তৃণমূল-কংগ্রেসের আহ্বায়ক আব্দুল হাই বলেন, গ্রামের অনেকেই পিএইচই-র পাইপ ফাটিয়ে জল নষ্ট করার চেষ্টা করছিল। সেই বিষয়ে খোঁজখবর নিতে গুয়াবাড়ি এলাকায় গিয়েছিলেন তাঁদের দলের নেতা তথা স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য উপেন রায়। সেই সময় বিজেপির কিছু লোকজন উপেনবাবুকে প্রচন্ডভাবে মারধর করেন বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতেই এদিন তাঁরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন বলে আব্দুল হাই জানিয়েছেন। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির মেখলিগঞ্জ ব্লক সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন বলেন, এই ঘটনার সাথে বিজেপির কোনও সম্পর্কই নেই। তিনি জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনতে পেয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SkI4U0

February 02, 2019 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top