নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারিঃ আদালত অবমাননার দায়ে সিবিআই-এর প্রাক্তন অন্তর্বর্তী অধিকর্তা নাগেশ্বর রাও ও সিবিআই-এর আইনি উপদেষ্টাকে দোষী সাব্যস্ত করল সুপ্রিমকোর্ট। মুজফফরপুর শেল্টার হোমে শিশু নিগ্রহ মামলায় আদালতের নির্দেশ অমান্য করার জন্য তাঁদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। যতক্ষণ আদালতের কাজ চলবে, ততক্ষণ প্রধান বিচারপতির এজলাসের এক কোণায় তাঁদের বসে থাকার শাস্তিও দিয়েছে শীর্ষ আদালত।
নাগেশ্বর রাও আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেও তা খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। আদালত জানিয়েছে, মুজফফরপুরের ঘটনায় সিবিআই-এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা অরুণ কুমার শর্মাকে না সরানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে আচমকা বিশেষ গুরুত্ব দেখিয়ে আদালতের নির্দেশ অগ্রাহ্য করে শর্মাকে ওই মামলা থেকে সরিয়ে দেন নাগেশ্বর রাও। তিনি যে আদালত অবমাননা করেছেন, তা গত সপ্তাহের শুনানিতেই বলেছিল শীর্ষ আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RW7TFC
February 12, 2019 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন