বেআইনি মদের ঠেক ভাঙলেন স্থানীয়রা

বড়শাকদল, ১৪ ফেব্রুয়ারিঃ দিনহাটা ২ ব্লকের বড়শাকদল বাজারে একাধিক বেআইনি মদের ঠেক ভাঙলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ এলাকার বাসিন্দাদের একাংশ বড়শাকদল বাজার ও তৎসংলগ্ন এলাকায় অবৈধ মদের দোকান গুলিতে ভাঙচুর করেন ও বেআইনি মদ নষ্ট করেন।

বড়শাকদল বাজার এলাকায় রয়েছে বড়শাকদল উচ্চ বিদ্যালয়, বড়শাকদল উপস্বাস্থ্যকেন্দ্র এবং বড়শাকদল স্টেট ব্যাঙ্কের শাখা। অভিযোগ, এই এলাকা জুড়েই চলছিল অবৈধ মদের ব্যবসা। ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছিল ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ মানুষকে। প্রশাসনকে বারবার অভিযোগ জানালেও কোনো লাভ না হওয়ায় বুধবার রাতে মদের ঠেক ভাঙতে উদ্যোগী হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মদের ঠেক ভাঙার জন্য স্থানীয় বাসিন্দা মনোজিৎ রায় ও অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয়। সিপিআইএম নেতা দীপক পাল বলেন, ‘এলাকার যুবকরা একটি সাহসিকতার কাজ করেছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে এভাবেই এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।’

সংবাদদাতাঃ সঞ্জয় সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DHyyAP

February 14, 2019 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top