রাষ্ট্রসংঘ, ২৮ ফেব্রুয়ারিঃ জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করল আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। বুধবার তিনদেশের পক্ষ থেকে আবেদনটি করা হয়। পুলওয়ামা হামলার পর থেকেই ভারতের প্রধান লক্ষ্য জইশ প্রধান মাসুদ আজহার। পুলওয়ামার হামলার পর থেকে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানিয়ে আসছে ভারত। এই আবদনে এ বার ভারত পাশে পেল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সকে।
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হয়ে গেলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় জয় পাবে ভারত। কারণ একবার জইশ প্রধানকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করে দিলে, মাসুদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ হবে। এছাড়াও কোনও দেশ সহজে জইশ-কে অস্ত্র বা অন্যভাবেও সাহায্য করতে পারবে না। ফলে এই জঙ্গি সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তবে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডের এই আবেদনের বিরোধিতা করতে পারে চিন। দীর্ঘদিন ধরে জইশের মাথা মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু, কোনওবারই চিনের বাধায় সেই চেষ্টা সফল হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EDyXGl
February 28, 2019 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন