রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারিঃ রায়গঞ্জে জেল হেপাজতে থাকা কর্ণজোড়া পুলিশ লাইনের কনস্টেবল অনিল মার্ডির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গোয়ালপোখর থানার মজিসপুর গ্রামে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে রায়গঞ্জের পানিশালা গ্রামের বাসিন্দা মারসিলা হাসদার সঙ্গে অনিল মার্ডির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত। ২০১৪ সালে অনিল মার্ডির বিরুদ্ধে খোরপোষের মামলা দায়ের করে তাঁর স্ত্রী। আদালত অনিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অনিলকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ৩০ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। সেদিন রাতে অনিল মার্ডিকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে আসা হয়। তারপর থেকেই অনিলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ৭ ফেব্রুয়ারি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ হেপাজতেই চিকিৎসা চলছিল তাঁর। ৮ ফেব্রুয়ারি গভীর রাতে সেখানে মৃত্যু হয় অনিলের। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SCuOu6
February 09, 2019 at 09:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন