দক্ষিণ খয়েরবাড়িকে সাজাচ্ছে বন দপ্তর

কোচবিহার, ২৭ ফেব্রুয়ারিঃ দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গলকে পর্যটকদের কাছে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে বন দপ্তর। পশুপাখিদের বিচরণের জন্য গড়ে তোলা হবে উন্নত পরিকাঠামো। রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, ‘আমরা দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলের পরিকাঠামো উন্নত করার চেষ্টা করছি। তাছাড়া ওখানে একটি উন্নতমানের পশু হাসপাতাল তৈরি করার কাজ শুরু হয়েছে। সেখানে লেপার্ড সাফারি করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। এজন্য সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে অবস্থিত দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল। বাম আমলে জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া দক্ষিণ খয়েরবাড়ির প্রায় ২০ একর জঙ্গলে পর্যটকদের মনোরঞ্জনের জন্য ব্যাটারিচালিত ছোটো গাড়ি করে এনক্লোজারের ভিতর ঘুরে বিভিন্ন পশুপাখি দেখানো হত। জনপ্রতি ৫০ টাকা টিকিটও ছিল। বেশ কয়েক বছর ধরে সেটি বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ। এর ফলে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে পর্যটকরা। ফের ওই বাঘ পুনর্বাসন কেন্দ্রটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বন দপ্তর।

বন দপ্তর সূত্রের খবর, বর্তমানে ওই পুনর্বাসন কেন্দ্রটিতে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সহ চারটি লেপার্ড রয়েছে। এছাড়া হিমালয়ান ভালুক সহ নানা পশুপাখি রাখা হবে সেখানে। পশুপাখিরা যাতে স্বচ্ছন্দে সেখানে ঘোরাফেরা করতে পারে তার জন্য বড়ো বড়ো খাঁচা তৈরি করা হবে। এ ব্যাপারে সেন্ট্রাল জু অথরিটি রাজ্য বন দপ্তরকে নানাভাবে সহায়তা করছে। দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গলে এর ফলে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা।

দক্ষিণ খয়েরবাড়িতে আলিপুরদুয়ার জেলার মধ্যে উন্নতমানের পশু হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। এর ফলে উদ্ধার হওযা পশুপাখিদের ভালোভাবে চিকিত্সা করা সম্ভব হবে বলে পশুপ্রেমীরা মনে করছেন। ২০০৮ থেকে ২০১০ সাল নাগাদ এই দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে নানা কারণে এর গুরুত্ব কমে যায়। বাঘ পুনর্বাসন কেন্দ্রে লেপার্ড, বাঘ রয়েছে। তবে এই জঙ্গলের পরিকাঠামোর উন্নতি করা প্রয়োজন। পর্যটক আবুল রহমান বলেন, ‘পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পর্যটকদের আনাগোনা এই জঙ্গলে বাড়বে বলে আমার মনে হয়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H3Tky5

February 27, 2019 at 06:31PM
27 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top