হরিশ্চন্দ্রপুরে গ্রামীন চিকিৎসকদের সম্মেলন

সামসী, ৩ ফেব্রুয়ারিঃ রবিবার মালদা রুরাল হেল্থ প্রোভাইডার এসোসিয়েশনের আয়াজনে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর হাই স্কুলে গ্রামীণ চিকিৎসকদের একটি সম্মেলন অনুষ্ঠিত হল। এদিনের সম্মেলনে হরিশ্চন্দ্রপুর- ১ ও ২ ব্লক মিলিয়ে ২৭৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। মালদা রুরাল হেল্থ প্রোভাইডার এসোসিয়েশন- এর জেলা সেক্রেটারি বিকাশ বল বলেন, ‘বহু প্রতীক্ষার পর সরকারি উদ্যোগে গ্রামীন চিকিৎসকদের ৬ মাসের প্রশিক্ষণ শুরু হয়েছে। ওই প্রশিক্ষণ দ্রুত শেষ করার সঙ্গে সঙ্গে আরও একাধিক বিষয়ে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।’ এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা রুরাল হেল্থ প্রোভাইডার এসোসিয়েশনের জেলা সভাপতি নৌসাদ আলী, রতুয়ার মানিক দত্ত, হরিশ্চন্দ্রপুরের চন্দ্রশেখর প্রামানিক, মরতুজ আলী প্রমুখ।

তথ্যঃ মুরতুজ আলম

ছবিঃ পান্না



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HPEIUT

February 03, 2019 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top